মাঝ সাগরে হঠাৎ করেই দাউ দাউ আগুন

আন্তর্জাতিক লীড

স্বদেশবাণী ডেস্ক:  হঠাৎ করেই মাঝ সাগরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। চারপাশ ঘিরে পানি ছিটিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করছে কয়েকটি জাহাজ।  এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মেক্সিকো উপসাগরে পানির নিচে একটি গ্যাস পাইপলাইনে লিক হওয়ার পর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মেক্সিকোর রাষ্ট্রীয় মালিকানাধীন পেমেক্স পেট্রোল কোম্পানি এ তথ্য জানিয়েছে। তারা বলছে, সাগরের নিচ দিয়ে যাওয়া গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পর শুক্রবার সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রয়টার্স জানায়, সাগরের নিচের ওই পাইপলাইন পেমেক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র ‘কু মালুব জ্যাপ’-এর সঙ্গে সংযুক্ত। মেক্সিকো উপসাগরের কাছেই ক্ষেত্রটি অবস্থিত। সেটি থেকে প্রতিদিন ১৭ লাখ ব্যারেল তেল উত্তোলন করা হয়, যা খনিটির মোট উত্তোলনের ৪০ শতাংশ।

এক বিবৃতিতে গ্রিনপিস মেক্সিকোর গুস্তাভো আম্পুগনানি বলেছেন, আমরা প্রতিদিনই ঝুঁকির মুখোমুখি হই এবং আমরা জ্বালানি মডেলে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে আসছি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *