প্রেসিডেন্টকে হত্যায় জড়িত ছিল কারা, জানাল হাইতির পুলিশ

আন্তর্জাতিক লীড

স্বদেশবাণী ডেস্ক:  হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে হত্যার পেছনে ২৬ জন কলম্বিয়ান এবং ২ জন আমেরিকান যুক্ত ছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে হাইতির পুলিশ প্রধান লিওন চার্লস এ তথ্য জানান।  খবর এনডিটিভির।

পুলিশ প্রধান বলেন, প্রেসিডেন্টকে হত্যায় অন্তত ২৮ জন জড়িত ছিল।  এরমধ্যে ২৬ জন কলম্বিয়ান এবং দুই জন হাইতির বংশোদ্ভূত আমেরিকান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা ১৫ কলম্বিয়ান এবং দুই আমেরিকানকে গ্রেফতার করেছি।  তিন কলম্বিয়ান নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে।  এ ছাড়া ৮ জন পলাতক রয়েছে।

এর আগে বুধবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে হাইতির প্রেসিডেন্টের সন্দেহভাজন ৪ খুনিকে হত্যার কথা জানানো হয়েছিল।  তবে চার্লস এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

প্রেসিডেন্টকে হত্যায় ব্যবহৃত অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ প্রধান।

পলাতক বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান চার্লস।

তিনি বলেন, পলাতক ৮ আসামিকে গ্রেফতারে আমরা আমাদের প্রচেষ্টা জোরদার করবো।

বুধবার নিজ বাড়িতে ক্যারিরীয় অঞ্চলের দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গুলিতে ফার্স্টলেডি গুরুতর আহত হন।
উত্তর আমেরিকার একটি দরিদ্রতম দেশ হাইতি।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটিতে পরিবর্তনের ঘোষণা দেন জোভেনেল মোইসি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘বিদেশি গ্রুপের’ সহায়তায় একটি কমান্ডো গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

৫৩ বছর বয়সি জোভেনেল মোইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *