প্রেস রিলিজ:
গত ৩১/১০/২০১৮ ইং তারিখ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৬৪ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১৩ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৫ জন, কাটাখালি থানা-০১ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০৪ জন, কাশিয়াডাঙ্গা থানা-১১ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০৩ জন ও ডিবি পুলিশ-১৯ জনকে আটক করে।
যার মধ্যে ২৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ(১)মোঃ রাজিব বাসার(৩৪), (২)মোঃ মাসুদ রানা(২৫) দ্বয়কে ০২ গ্রাম হেরোইনসহ আটক করে, (৩)মোঃ ওমর ফারুক@মানিক(৩৮) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ(১)মোঃ লিটন(৩২)কে ০২ গ্রাম হেরোইন ও ০৪ পিস ইয়াবাসহ আটক করে। কাটাখালি থানা পুলিশ(১)মোছাঃ আয়েছা বেগম@আনোয়ারা কে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
পবা থানা পুলিশ(১)মোঃ লিটন মিয়া(৩০) কে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে, (২)মোঃ রাজ্জাক(৩৬) কে ০৭ লিটার মদসহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ(১)মোঃ শফিকুল ইসলাম(৪৫) কে ০৫গ্রাম হেরোইনসহ আটক করে ও ডিবি পুলিশ(১)মোঃ আতিকুল ইসলাম(৩০)কে ২০ পিস ইয়াবাসহ আটক করে, (২)মোঃ আলআমীন@আলামিনকে ২১ পিস ইয়াবাসহ আটক করে, (৩)মোঃ হাবিবুর রহমান, (৪)মোঃ ফরহাদ হোসেন(২৮) দ্বয়কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।