বাংলাদেশ এখন বিশে^র কাছে উন্নয়নের রোল মডেল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী লীড

তথ্যবিবরণী:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ এখন বিশে^র কাছে উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, বাংলাদেশের অসাধারণ উন্নয়নের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশে^র কাছে সমাদৃত হয়েছেন। কারণ বিশ^ জানে তিনি ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশে এত উন্নয়ন করা সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী আজ চারঘাট উপজেলায় প্রধানমন্ত্রী কৃর্তক উন্মোচিত বড়াল নদীর উপর নির্মাণাধীন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।

এ প্রকল্পের আওতায় চককৃঞ্চপুর হতে জাহাঙ্গীরবাদ সড়কে ২৩০ মিটার চেইনেজে বড়াল নদীর উপর ৯৬ মিটার পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি ৫৮ লক্ষ টাকা। আগামী ৩১ মে ২০১৯ সালের মধ্যে এর কাজ সমাপ্ত হবে। বড়াল নদীর উপর আরো দুইটি ব্রীজ প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের উর্ধ্বমুখি সম্প্রসারনের এবং বনকিশোর উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। ভবন দুইটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাধারে প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে।

জনাব শাহরিয়ার আলম আওয়ামী লীগ সরকারের বিগত ১০ বছরের উন্নয়নের বর্ণনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নতুন নতুন রাস্তাঘাট, স্কুল-কলেজ, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়াসহ গ্রামেগঞ্জে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জনগণের খাদ্য চাহিদা পূরণ করার পাশাপাশি আশ্রয়হীনদের আবাসনের ব্যবস্থা করে যাচ্ছে। প্রতিমন্ত্রী বাংলাদেশের এ উন্নয়নকে ধরে রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামীলীগ সরকারকে পুনরায় বিজয়ী করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

চককৃঞ্চপুর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নজরুল ইসলামের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হক, নির্বাহী প্রকৌশলী সামিউল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইয়াদ আলী, প্রধান শিক্ষক মঞ্জুরুল হক সিনার, আওয়ামীলীগ নেতা টিপু সুলতান ও একরামুল হক বক্তৃতা করেন।

সকালো প্রতিমন্ত্রী চারঘাট উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *