রাজশাহী ওয়াসার ভবন-২ এর উদ্বোধন করেন মেয়র লিটন

রাজশাহী লীড

রাজশাহী ওয়াসার ভবন-২ এর উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী ওয়াসার কার্যালয়ে এ ভবন উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মেয়রপতœী, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবী নারী নেত্রী শাহীন আকতার রেনী, রাজশাহী ওয়াসার মহা-ব্যবস্থাপক সুলতান আব্দুল হামিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এরপর ওয়াসা সম্মেলন কক্ষে ওয়াসা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী ওয়াসা বাংলাদেশের ক্ষেত্রে সক্ষমতায় ও সফলতায় দেশের মধ্যে অন্যতম। যতদিন যাবে এর পানি সরবরাহের পরিধি বৃদ্ধি পাবে। বর্তমানে ওয়াসার আলোচিত প্রকল্পটি হচ্ছে ৪ হাজার ১৪১ কোটি টাকা ব্যয়ের ভূ-উপরিস্থ পানি শোধনাগার প্রকল্প। সম্প্রতি প্রকল্পটি পাস হয়েছে। আমি মেয়র থাকাকালে এই প্রকল্পের ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেছিলাম, সংশ্লিষ্ট মন্ত্রনালায়কে ডিও দিয়েছিলাম। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পটি আলোর মুখ দেখতে চলেছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে রাজশাহী মহানগরী, গোদাগাড়ী ও নগরীর আশপাশের এলাকা নওহাটা, কাটাখালি পৌরসভার ১০০ শতাংশ মানুষ সুপেয় পানি সরবরাহ পাবেন।
ওয়াসার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাস্তার দুই পাশে পানির লাইন করার চেষ্টা করবেন। যাতে রাস্তার মাঝে খুড়তে না হয়। এছাড়া নগরীর সৌন্দয্য রক্ষায় উপর দিয়ে যাওয়া বিভিন্ন ইউটিলিটি লাইন (তার) মাটির নিচ দিয়ে নেওয়ার পরিকল্পনা আছে। সব মিলিয়ে রাজশাহীকে আরো সুন্দর-ঝকঝকে করতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে মেয়রপতœী, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবী নারী নেত্রী শাহীন আকতার রেনী বলেন, ভূ-উপরিস্থ পানি শোধনাগার প্রকল্পটির সার্বিক পরিকল্পনা দেখে অভিভূত হয়েছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা যে অনেক দূরে এগিয়েছি, প্রকল্পটি দেখে আবারো মনে হলো। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজশাহী আগামীতে আরো সুন্দর-চমৎকার নগরীতে পরিণত হবে।

রাজশাহী ওয়াসার মহা-ব্যবস্থাপক সুলতান আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক এসএম তুহিনুর আলম, একেএম আমিরুল ইসলাম, তত্ত্ববধায়ক প্রকৌশলী পারভেজ মামুদসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভার শুরুতে ওয়াসার বর্তমান কার্যক্রম এবং ভূ-উপরিস্থ পানি শোধনাগার প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে ধরেন কর্মকর্তারা। মতবিনিময় সভা শেষে মেয়র খায়রুজ্জামান লিটনকে প্রতিকী ঢোপকল এবং মেয়রপতœী শাহীন আকতার রেনীকে ক্রেস্ট প্রদান করা হয়।

অন্যদিকে রাজশাহী ওয়াসা শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইদুর রহমান ঠান্ডুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়াসা কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মেয়র খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন মেয়রপতœী শাহীন আকতার রেনী। অন্যদের মধ্যে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, ওয়াসা শ্রমিকলীগের সভাপতি আশরাফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *