আজ থেকে আগের ভাড়ায় চলবে বাস-লঞ্চ

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: আজ বুধবার (১১ আগস্ট) থেকে দেশের সব রুটের বাসে ও লঞ্চে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির আদেশ বাতিল করে আগের ভাড়া নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøউটিএ) পৃথক পৃথক বিজ্ঞপ্তি দিয়ে এ নির্দেশ দিয়েছে।

চলতি বছরের মার্চ মাসে দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকার বাস ও লঞ্চে ধারণক্ষমতার ৫০ শতাংশের বেশি যাত্রী বহনে নিষেধাজ্ঞা দেয় ও ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে দেয়।

চলমান নিষেধাজ্ঞা তুলে নিয়ে সরকার বুধবার থেকে অর্ধেক সংখ্যক বাস ও লঞ্চকে ধারণক্ষমতার পূর্ণ যাত্রী বহনের অনুমতি দিয়েছে। বিআরটিএ ও বিআইডবিøউটিএ জানায়ছ, পূর্ণ যাত্রী পরিবহনের শর্তে আগের ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির আদেশ বাতিল করা হয়েছে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *