রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে জাতীয় শোক দিবস পালিত

রাজশাহী

স্টাফ রির্পোটার: ১৫ আগস্ট ২০২১ তারিখ রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রাকাব প্রধান কার্যালয়ে সকাল ১০:০০টায় বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন ও ঊর্ধ্বতন নির্বাহীগণসহ প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয়, বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট, এসইসিপি এবং স্থানীয় মুখ্য কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পন শেষে ব্যাংকের চেয়ারম্যান মহোদয় ব্যাংক চত্বরে একটি ফলজ বৃক্ষ রোপনের মাধ্যমে মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২১” এর আগষ্ট মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। এর পূর্বে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ ব্যাংক ব্যবস্থাপনার উপস্থিতিতে সূর্যদয়ের সাথে সাথে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত)-এ অংশগ্রহণ করেন। এরপর সকাল ৯:০০টায় পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয় এবং পরবর্তীতে সকাল ১১:০০ টায় রাকাব পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ রইছউল আলম মন্ডল এর সরাসরি অংশগ্রহণে জাতির পিতার জীবনচরিত, আদর্শ, দর্শন ইত্যাদির উপর ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও শাহাদত বরণকারী তাঁর পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ের সকল কার্যালয় ও শাখাসমূহের কর্মকর্তা-কর্মচারীগণ জুম অ্যাপ ও ফেসবুকে সরাসরি স্ট্রিমিং-এর মাধ্যমে উক্ত সভায় অংশগ্রহণ করেন। ভার্চুয়াল সভা শেষে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মহোদয়গণের উপস্থিতিতে দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের দিনব্যাপি কর্মসূচির সমাপ্তি হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *