৪০ লাখ টাকা মুক্তিপণ দাবী ,শিশু উদ্ধার ,প্রাইভেট কারসহ অপহরণকারী গ্রেফতার

রাজশাহী লীড
আল-আফতাব খান সুইট, নাটোর প্রতিনিধিঃ ৪০ লাখ টাকা মুক্তিপনের দাবীতে নাটোরের বড়াইগ্রাম থেকে অপহরনের এক দিন পর ঢাকা থেকে অপহৃত শিশু আলহাজ প্রামানিককে উদ্ধার করেছে নাটোর পুলিশ। এ সময় অপহরণকারী কামরুল ইসলামকে অপহরনের কাজে ব্যাবহৃত প্রাইভেট কারসহ গ্রেফতার করা হয়। গতকাল রাতে ঢাকার বাড্ডা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশু আলহাজ প্রামানিক বড়াইগ্রামের বাগডোব এলাকার আকতার প্রামানিকের ছেলে। গ্রেফতারকৃত কামরুল ইসলাম একই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে ও শিশু আলহাজের মামা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ২১ আগস্ট বেলা ১১ টার দিকে বাড়ীর পাশের রাস্তায় শিশু আলহাজ প্রামানিককে খেলা করতে রেখে বাজারে ভ্যান মেরামত করতে যায় তার বাবা। প্রায় ৩০ মিনিট পর বাজার থেকে ফিরে এসে সেখানে তার শিশু সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। অনেক খোঁজাকুজির পরও শিশু সন্তানকে না পেয়ে বড়াইগ্রাম থানায় একটি সাধারন ডায়েরী করেন শিশুটির বাবা। এরপর দিন একটি মোবাইল ফোন থেকে শিশুটির বাবার কাছে ৪০ লাখ টাকা মুক্তিপন দাবী করেন অপহরণকারী। সেই মোবাইল ফোনের সুত্র ধরেই তথ্য প্রযুক্তির সহযোগীতায় পুলিশের একটি টিম অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে ঢাকার বাড্ড-রামপুরা ওভার ব্রিজের নিচে একটি প্রাইভেট কার থেকে অসুস্থ্য অবস্থায় শিশু আলহাজকে উদ্ধার ও অপহরনকারী কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। শিশু আলহাজকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা প্রদান শেষে নাটোরে নিয়ে এসে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে কামরুল ইসলামকে আদালতে প্রেরন করা হবে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *