রাজশাহীতে কাশিয়াডাঙ্গা ক্রাইম ডিভিশন এর আয়োজনে জঙ্গী ও মাদক বিরোধী আলোচনা সভা

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নারী ও শিশু নির্যাতন এবং জঙ্গী ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা ক্রাইম ডিভিশন এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন আরএমপি হুমায়ন কবির।

তিনি বলেন, আমাদের জনসংখ্যার সিংহভাগ হচ্ছে কর্মক্ষম যুবশক্তি, প্রশাসনসহ সমাজের সকল স্তরের প্রতিনিধির দায়িত্ব এই যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা। ইদানিং স্কুল-কলেজের ইউনিফর্ম পরিহিত ছেলেমেয়েদের স্কুল চলাকালীন সময়ে বাইরে ঘোরাফেরার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশ কমিশনার বলেন, এ বিষয়ে পুলিশ ব্যবস্থা নিবে, তবে মূল ভূমিকা রাখতে হবে অভিভাবক ও শিক্ষকদের।

সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের কাশিয়াডাঙ্গা জোনের সহকারী কমিশনার উৎপল কুমার চৌধুরী। ও রাজপাড়া থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আজিজুল আলম বেন্টু। সভাপতিত্ব করেন কাশিয়াডাঙ্গা জোনের উপ-কমিশনার জয়নুল আবেদীন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *