নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে চার জন বিএনপির নেতাসহ ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, সোমবার রাত থেকে (৬,নভেম্বর) সকাল ৯ টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট গ্রেফতার ৩১ জন।
সদরে ৯ জন, লোহাগড়া ৯ জন, কালিয়া ৬ জন, নড়াগাতি ৭ জন। উদ্ধার মোট ৪ টি ককটেল বোমা (সদরে)। আটককৃতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে।
এসপি মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট গ্রেফতার ৩১ জন। সদরে ৯ জন, লোহাগড়া ৯ জন, কালিয়া ৬ জন, নড়াগাতি ৭ জন। উদ্ধার মোট ৪ টি ককটেল বোমা (সদরে)।