প্রেস বিজ্ঞপ্তি:
মহানগরীর বিভিন্ন মোবাইল কোম্পানীর টাওয়ারের হোল্ডিং ট্যাক্স এবং বিল বোর্ড, সফট সাইন বোর্ডসহ বিজ্ঞাপনী ট্যাক্স আদায় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ। দুপুরে নগর ভবন মিনি কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। জনগণের বিভিন্ন ট্যাক্স আদায়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। যা দিয়ে নাগরিক সেবাসহ রাসিকের সকল ব্যয় নির্বাহ হয়ে থাকে। সভায় মেয়র মোবাইল টাওয়ারের হোল্ডিং ট্যাক্স, বিলবোর্ড, সফট সাইনবোর্ডসহ বিভিন্ন বিজ্ঞাপনী ট্যাক্স প্রদানের বিষয়ে বিভিন্ন প্রতিনিধিদের অনুরোধ জানান।
মতবিনিময়কালে বাংলালায়ন, রবি, টেলিটক, এয়ারটেল, গ্রামীণফোন, বাংলালিংকের প্রতিনিধি, রাসিকের সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এস.এম মাহবুবুল হক পাভেল, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম পিন্টু, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহম্মেদ শিমুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।