তামাকমুক্ত নগরী গড়তে রাসিকের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

রাজশাহী লীড

প্রেস বিজ্ঞপ্তি:
‘স্বাস্থ্য সম্মত নগরী গড়তে তামাকমুক্ত রাজশাহী গড়ি’ শীর্ষক পরিকল্পনা ও করণীয় নির্ধারণে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে আজ। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু। বক্তব্য রাখতে গিয়ে প্যানেল মেয়র বাবু বলেন, ধুমপান নিয়ন্ত্রণে এসিডির এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তৃণমূল পর্যায়ে এ কাজ পৌঁছে দিতে হবে। আগামীতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় বক্তারা তামাক মুক্ত নগরী গড়তে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন। পরে কাউন্সিলরবৃন্দকে তামাক নিয়ন্ত্রণ সাইনেজ স্টিকার প্রদান করা হয়।

সকালে সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে ও এসিডির সহযোগিতায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন রাসিকের সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী, প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোসাঃ তাহেরা খাতুন। সভায় তামাকমুক্ত রাজশাহী নগরী গড়তে করণীয় বিষয়ে তথ্য উপস্থাপন করেন এসিডির এ্যাডভোকেসী অফিসার শরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর সর্বজনাব মোঃ নজরুল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোঃ মতিউর রহমান, এস.এম মাহবুুবুল হক, মোঃ আব্দুল মমিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুস সোবহান লিটন, মোঃ বেলাল আহম্মেদ, মোঃ শহিদুল ইসলাম, মোঃ তৌহিদুল হক, মোঃ রবিউল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম পল্টু, মোঃ মাসুদ রানা, মোঃ শহিদুল ইসলাম পিন্টু, মোসাঃ আয়েশা খাতুন, মোসাঃ উম্মে সালমা, মোসাঃ শিরিন আরা খাতুন, মোসাঃ মাজেদা বেগম, মোসাঃ লাইলী বেগম, মোসাঃ নাদিরা বেগম, সচিব মোঃ রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, এসিডির প্রজেক্ট কো-অর্ডিনেটর এহসানুল আমিন ইমন, প্রোগ্রাম অফিসার কৃষ্ণা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *