নিজস্ব প্রতিবেদক : দুর্গাপুর শ্বশুর শ্বাশুড়ির মারপিটে জামাই কামাল হোসেন (২২) আহত হয়েছেন। আহত কামাল উপজেলার কিসমত হোজা গ্রামের আবেদ আলীর পুত্র। মঙ্গলবার বেলা ১২টার দিকে কামাল তার শিশু সন্তানকে দেখতে শ্বশুরবাড়ি বখতিয়ারপুর গ্রামে গেলে এ ঘটনা ঘটে। তাকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সুত্রে জানা গেছে, উপজেলার কিমসত হোজা গ্রামের কামাল বখতিয়ারপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে বিউটিকে প্রায় দেড় বছর আগে বিয়ে করেন। গত ৬দিন আগে কামালের স্ত্রী বিউটি তার শিশু সন্তানকে নিয়ে অভিমান করে বাবার বাড়ি চলে আসেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে কামাল তার শিশু সন্তান দেখতে গেলে শ্বশুর খালেক ও শ্বাশুড়ি আমেনাসহ কয়েকজন মিলে জামাই কামালকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। লাঠির আঘাতে মাথা ফেটে গেলে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন কামাল। পরে স্থানীয় লোকজন এসে তাকে দ্রুত দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব জানান, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করে নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।