মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনের যাবজ্জীবন

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক :  নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আবদুল বারেক নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি আবদুল বারেক ওরফে বারি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রাজপাট সিলটা গ্রামের আইয়ুব আলীর ছেলে। তবে তিনি পলাতক।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৯ জানুয়ারি নড়াইলের লোহাগড়ায় আবদুল বারেক ওরফে বারির ভাড়াবাসা থেকে পেপার দ্বারা মোড়ানো অবস্থায় ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আবদুল বারেক পালিয়ে যায়। এ ঘটনায় লোহাগড়া থানার এসআই জয়নাল আবেদীন বাদী হয়ে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ৩(খ) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

আসামি গ্রেফতারের পর সাজা কার্যকর করা হবে বলে আদেশ দেন বিজ্ঞবিচারক। এ ছাড়া জব্দকৃত ফেনসিডিল ধ্বংস করার আদেশ দেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *