ব্যর্থ দুই অধিনায়কের সফল হওয়ার লড়াই

খেলাধুলা

স্বদেশবাণী ডেস্ক: অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি বা ইয়ন মরগানকে ব্যর্থ বলার কোনো সুযোগ নেই।

ধোনির নেতৃত্বে ভারত দুইবার বিশ্বকাপ আর একবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে অতীতের ১৩ আসরের মধ্যে ৮ বার ফাইনালে খেলান ধোনি। তার অধিনায়কত্বে চেন্নাই তিনবার শিরোপা জিতে নেয়।

অন্যদিকে ইয়ন মরগানের নেতৃত্বে সবশেষ আইসিসি বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় স্বাগতিক ইংল্যান্ড। এবার তার অধিনায়কত্বে আইপিএলের ফাইনালে উন্নীত হয় কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলের চলতি আসরে দল হিসেবে চেন্নাই ও কেকেআর দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে উন্নীত হয়েছে। নেতৃত্বগুণে প্রশংসিত হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ব্যর্থ চেন্নাই অধিনায়ক ধোনি ও কেকেআর অধিনায়ক মরগান।

টুর্নামেন্টে ব্যর্থ এই দুই অধিনায়ক নিজেদের ব্যর্থতা ঢেকে ফেলার মোক্ষম সুযোগ পাচ্ছেন। আইপিএল ১৪তম আসরের ফাইনালে যে দল জিতবে সেই দলই মাথায় তুলে রাখবে অধিনায়ককে।

বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাইয়ে আইপিলের ফাইনাল ম্যাচটি শুরু হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *