প্রধানমন্ত্রীকে উপহার দিতে নৌকাগাড়ি বানালেন রবিউল

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে ব্যাটারিচালিত নৌকাগাড়ি তৈরি করলেন রংপুরের পীরগাছার রবিউল ইসলাম। নৌকাগাড়িটি প্রধানমন্ত্রীকে উপহার দেবেন বলে জানান তিনি।

রবিউল ইসলাম উপজেলার পারুল ইউনিয়নের গুঞ্জুর খাঁ গ্রামের মৃত হাফিজুল ইসলামের ছেলে।

সাত আসনবিশিষ্ট গাড়িটি দেখতে বেশ সুন্দর, ডিজাইন বাহারি রঙের ও পরিপাটি।

রবিউল রিপিয়ারিং ওয়ার্কশপের মালিক। গাড়িটির কারিগর রবিউল ইসলাম বলেন, আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুকে ভালোবেসে উত্তরবঙ্গে এই প্রথম নৌকার আদলে গাড়িটি তৈরি করেছি। গাড়িটি তৈরি করতে প্রায় ২ লাখ টাকা ব্যয় হয়েছে। সময় লেগেছে প্রায় দেড় বছর। গাড়িটি তৈরি করতে দেড় বছর সময় লাগলেও এখন সময় লাগবে প্রায় এক মাস। কারণ প্রথম গাড়িটি আমি সময় নিয়ে তৈরি করেছি। পাঁচ ব্যাটারিবিশিষ্ট গাড়িটি এক চার্জে একশ কিলোমিটার চলে। তিন চাকাবিশিষ্ট গাড়িটি লোহা, বোর্ড বিভিন্ন সরঞ্জাম দিয়ে তৈরি করা।

জানা গেছে, রবিউল ইসলামের পরিবারটি তেমন সচ্ছল নয়। তার এক প্রতিবন্ধী ছেলে রয়েছে। কোনো কিছু পাওয়ার আশায় নয়, শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে গাড়িটি তিনি তৈরি করেছেন। গাড়িটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে পারলে তার শ্রম সার্থক হবে বলে তিনি জানান।

গাড়িটি দেখতে আসা ইয়াকুব আলী বলেন, উত্তরবঙ্গ তথা রংপুরের পীরগাছায় এই প্রথম দেখা গেল ব্যাটারিচালিত নৌকাগাড়ি। নৌকাকে ভালবেসে গাড়িটি তৈরি করেছেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেন। নিশ্চিয়ই তিনি প্রশংসার দাবিদার।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন বলেন, কেউ যদি প্রধানমন্ত্রীকে ভালোবেসে কোনো কিছু তৈরি করে বা উপহার দেয়, এটা নিঃসন্দেহে ভালো।

গাড়িটি প্রধানমন্ত্রীকে দেওয়া পর্যন্ত কোনো সহযোগিতা করবেন কিনা- এ প্রশ্নের জবাবে তিনি জানান, অবশ্যই আমি সহযোগিতা করব এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপিকে বলে প্রধানমন্ত্রী পর্যন্ত নৌকাগাড়িটি পাঠানোর ব্যবস্থা করব।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *