শেখ রাসেলের জন্মদিনে তালাইমারি শহীদ মিনার চত্বরে দুই শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মেয়র লিটন

রাজশাহী

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ওয়াই এম স্পোটিং ক্লাব ও বৃক্ষপ্রেমিক নাজমুল ইসলামের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে তালামারী শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ. এম খায়রুজ্জামান লিটন। এই কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ২০০টি গাছের চারা রোপণ করা হয়। এছাড়া বৃক্ষরোপণ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নওশের আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন আহ্সানুল হক পিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী মাসুম, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের (পশ্চিম) সভাপতি আনন্দ কুমার ঘোষ, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরমান আলী, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তরিকুল আলম পল্টু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *