মস্কো বৈঠক: তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি রাশিয়া

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক:  আফগানিস্তানকে স্থিতিশীল করতে তালেবান সরকারের প্রচেষ্টার প্রশংসা করলেও স্বীকৃতি দেয়নি রাশিয়া। একই সঙ্গে আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠীর হুমকি রয়েছে উল্লেখ করে উদ্বেগও প্রকাশ করেছে দেশটি।

বুধবার মস্কোয় আফগানিস্তানের সঙ্গে দশ দেশের বৈঠকে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রাশিয়া।

মূলত মধ্য এশিয়ার উপর প্রভাব বিস্তার এবং ইসলামিক স্টের এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তালেবানের সঙ্গে এই বৈঠকের আয়োজন করেছে মস্কো।

আগস্টে আফগানিস্তান দখলের পর তালেবানের এটিই প্রথম হাই-প্রোফাইল আন্তর্জাতিক বৈঠক।

বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, “ইসলামিক স্টেট ও আল-কায়েদার মতো অনেক জঙ্গিগোষ্ঠী আফগানিস্তানের নিরাপত্তা শূণ্যতার সুযোগে নিজেদের পাল্লা ভারী করতে চাইছে।”

তবে মানবিক সংকট ও শরণার্থীদের ঢল ঠেকাতে কাবুলকে কার্যকর সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এই বৈঠকে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ না করায় উদ্বেগ প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

১৫ আগস্ট তালেবান আফগানিস্তান দখল করে। পরে অন্তর্বর্তী সরকার গঠন করে তারা। যদিও এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি কোনও দেশ।

সূত্র: মস্কো টাইমস

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *