দুই দরিদ্রকে ভ্যান উপহার দিলেন অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় দুই হতদরিদ্রকে ব্যাটারিচালিত ভ্যান উপহার দিয়েছেন এমদাদুল হক নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ পরিদর্শক।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আড়ানী ইউনিয়নের হরিপুর বাজারে উজ্জল হোসেন প্রামাণিক ও বাবু শেখের হাতে ভ্যানের চাবি তুলে দেওয়া হয়। তাদের বাড়ি হরিপুর গ্রামে।

ইমদাদুল হক সারদা পুলিশ একাডেমির মাঠ পরিদর্শক পদ থেকে বছরখানেক আগে অবসর গ্রহণ করেছেন। এখন তিনি নিজ বাড়ি আড়ানীর হরিপুর গ্রামে হতদরিদ্রদের সহায়তা, জনসচেতনতা, বৃক্ষ রোপণসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছেন। ইতোমধ্যে তিনি সরকারি রাস্তার ধারে দুই শতাধিক তালগাছ রোপণ করেছেন।

ভ্যান প্রদানের সময় উপস্থিত ছিলেন- আড়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড (হরিপুর) আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মন্টু, যুবলীগ সদস্য ও হরিপুর ওয়ার্ডের মেম্বর প্রার্থী আফতার হোসেন, বাউসা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, হরিপুর গ্রামের সমাজপ্রধান আলাউদ্দিন, শাহিন আলম, সামসুল হুদা প্রমুখ।

এ বিষয়ে অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এমদাদুল হক বলেন, চাকরি করার সময় দেশের বিভিন্ন স্থানে যেতে হয়েছে। আমি যেখানে চাকরি করেছি সেখানেই দুই-চারটি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছি। বর্তমানে অবসর গ্রহণ করেছি। বাড়িতে এসে সরকারি রাস্তার ধারে তালগাছ রোপণ করছি। নিজের ইচ্ছা থেকেই এ কাজগুলো করছি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *