বাঘায় ডেঙ্গু আক্রান্ত সন্তানকে নিয়ে আতঙ্কে মা! আইসিইউতে ভর্তি

রাজশাহী লীড

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে চতুর্থ শ্রেণির ছাত্র হাসিবুল ইসলাম । অবস্থার উন্নতি না হওয়ায় আতঙ্কে রযেছে তার মা। শনিবার (২৪-৮-১৯) বেলা সাড়ে ৩টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইইসিইউতে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। ডেঙ্গু আক্রান্ত হাসিবুল বাঘা উপজেলার আড়ানী পৌরসভার গোচর গ্রামের টগর আলীর ছেলে। সে গোচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেন হাসিবুল ইসলামের মা মাবিয়া বেগম জানান, গত সোমবার জ্বরে আক্রান্ত হয়। তার অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন পরেরদিন মঙ্গলবার পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাকে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ক্লিনিক্যাল পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়েছে। সেখানে ভর্তির পরপরই আইসিইউতে রাখা হয়েছে। এক সপ্তাহ পার হলেও অবস্থার কোন উন্নতি হয়নি বলে জানিয়েছেন তার মা মাবিয়া বেগম। বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, কোন ব্যাক্তি তার হাসপাতালে চিকিৎসা নিতে আসেনি। শুনেছি, বাইরে ক্লিনিক্যাল পরীক্ষায় কয়েকজনের ডেঙ্গু ধরা পড়েছে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *