সিরাজগঞ্জে শিশু ধর্ষন ও হত্যা মামলায় ধর্ষকের মৃত্যুদন্ড

রাজশাহী লীড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে শিশু ধর্ষন ও হত্যা মামলায় নুর ইসলাম (৩০) নামে এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে অপহরনের দায়ে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

দন্ডপ্রাপ্ত নুর ইসলামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামে।

আজ বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মো: নাজির এই কারাদন্ড প্রদান করেন।
এই আদালতের স্পেশাল পিপি শেখ আব্দুল হামিদ লাভলু এ কথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরনীতে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের ১১ অক্টোবর সন্ধ্যায় শিবনাথপুর গ্রামের নুর ইসলাম পাশের বাড়ির নজরুল ইসলামের শিশু কন্যা ঋতু (৮) কে টেলিভিশন দেখার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। পারে বাড়ির পাশ্ববর্তী পটল ক্ষেতে নিয়ে শিশু ঋতুকে ধর্ষনের পর গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। পরের দিন সকালে ঋতুর রক্তাক্ত লাশ পাওয়া যায়।

এ ঘটনায় ঋতুর মা কোহিনুর বেগম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় অপহরন, ধর্ষন ও হত্যার অভিযোগ এনে নুর ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *