জোড়া শিশু লামিসা-লাবিবার অস্ত্রোপচার শুরু

জাতীয় লীড

স্বদেশবাণী ডেস্ক: নীলফামারীর জলঢাকার যদুনাথপুর গ্রামের জোড়া শিশু লামিসা-লাবিবাকে আলাদা করতে অস্ত্রোপচার শুরু করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

সোমবার সকালে হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আশরাফ উল হক কাজলের নেতৃত্বে সাতটি বিভাগের সমন্বয়ে ৩০-৩৫ জন বিশেষজ্ঞ এ অপারেশনে যুক্ত হয়েছেন।

ঢামেকের ভারপ্রাপ্ত উপপরিচালক আশরাফুল আলম জানান, হাসপাতালে জরুরি বিভাগের তৃতীয় তলায় ১০ নম্বর নিউরোসার্জারি ওটিতে সকাল ৮টার কিছু আগে জোড়া শিশু দুটিকে নেওয়া হয়েছে। বর্তমানে তাদের অস্ত্রোপচার চলছে। তাদের বয়স দুই বছর আট মাস।

এর আগে জোড়া শিশুর যখন ৯ দিন বয়স তখন তারা রংপুর মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে আসে। প্রায় দেড় মাস ভর্তি ছিল। এর মধ্যে তাদের পায়ুপথে অস্ত্রোপচার হয়। পেট দিয়ে মল ত্যাগের ব্যবস্থা করা হয়। এরপর তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। করোনাভাইরাসের কারণে দুজনের অস্ত্রোপচার করা সম্ভব হয়নি।

চলতি বছরের ২৮ অক্টোবর আবারও তাদেরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

আশরাফুল আলম বলেন, শিশু ও তাদের পরিবারের সব ব্যয় এবং সহযোগিতা আমাদের পক্ষ থেকে করা হবে।

নীলফামারীর জেলার জলঢাকা উপজেলার যদুনাথ পাড়া গ্রামের দিনমজুর লালমিয়া ও মনুফা আক্তার দম্পতির ঘরে প্রথমবার ভূমিষ্ঠ হয় জোড়া লাগা দুই কন্যা সন্তান।

২০১৯ সালের ১৫ এপ্রিলে তারা জন্ম নেয়। ২৮ অক্টোবর থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে আড়াই বছরের লাবিবা ও লামিসা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *