শচীন গাভাস্কার কুককে ছাড়িয়ে অনন্য উচ্চতায় জো রুট

খেলাধুলা

স্বদেশবাণী ডেস্ক :  কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এলিস্টার কুককে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন জো রুট।

চলমান অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে অর্ধশতরান করার মধ্য দিয়ে একাধিক রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।

অ্যাডিলেড টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার করা ৪৭৩/৯ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ২৩৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন ডেভিড মালান। ৬২ রান করেন অধিনায়ক জো রুট। এর আগে ব্রিসবেন টেস্টে ৮৯ রানের ইনিংস খেলেন রুট।

ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ইতোমধ্যে ৩৭টি অর্ধশত রান করেছেন জো রুট। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন সাবেক অধিনায়ক অ্যালেস্টার কুক। তিনি ৩৬টি অর্ধশত রান করেছিলেন।

চলতি মৌসুমে দুর্দান্ত ক্রিকেট খেলছেন জো রুট। ব্যাট হাতে একের পর এক নজির গড়ে চলেছেন ইংল্যান্ডের এই টেস্ট অধিনায়ক। শনিবার ৬২ রান করার মধ্য দিয়ে ভারতীয় দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক মাইকেল ক্লার্ককে ছাড়িয়ে গেছেন রুট।

এক ক্যালেন্ডারে রেকর্ড সর্বোচ্চ ১৭৮৮ রান করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। এ তালিকায় ১৫৫৫, ১৫৬২ ও ১৫৯৫ রান করে সাত, ছয় ও পাঁচ নম্বর পজিশনে আছেন গাভাস্কার, শচীন ও ক্লার্ক। তাদের ছাড়িয়ে ১৬০৬ রান নিয়ে চতুর্থ পজিশনে আছেন জো রুট।
চলতি বছরে চলমান অ্যাশেজ সিরিজে আরও ৩টি ইনিংস খেলার সুযোগ পাবেন জো রুট। এই তিন সিরিজে আর মাত্র ১৮৩ রান করলেই দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ড ও ১৭৮৮ রান করে শীর্ষে থাকা মোহাম্মদ ইউসুফকে ছাড়িয়ে যাবেন জো রুট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *