বাগাতিপাড়ায় সাপের দংশনে অটো চালকের মৃত্যু

রাজশাহী লীড

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় সাপের দংশনে দুই মাস বয়সী আব্দুলার পিতা আলামিনের মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলামিন পৌরসভার লক্ষণহাটী মহল্লার দিনমজুর আব্দুল মালেকের ছেলে। সে অটোরিক্সা চালক ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষে স্ত্রী ও দুই মাসের পুত্রকে সাথে নিয়ে ছাপরা ঘরের শয়নকক্ষে ঘুমিয়ে পরে আলামিন। গভীর রাতে বিষধর সাপ তাকে দংশন করে। সে সময় আলামিন সাপ দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে। তার চিৎকার চেঁচামেচি শুনে পরিবারের অন্যান্য সদস্যরা ও প্রতিবেশীরা তার ঘরে ছুটে এসে ঘর খুঁজতে গিয়ে সাপ বের হয়ে যেতে দেখতে পান।

এরপর আলামিনকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানা তদন্ত কর্মকর্তা স্বপন চৌধুরী আলামিনের সাপের দংশনে মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *