সবুজ পরিচ্ছন্ন নগরী গড়তে রাসিকের ডাস্টবিন বিতরণ

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার:
চলো আবারো বদলে দেই রাজশাহী। সকলের সহযোগিতায় সবুজ পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে রাজশাহী মহানগরী গড়ে তুলি। ফিরিয়ে আনি রাজশাহীর সেই চিত্র যা আমি রেখে গিয়েছিলাম। আরডিএ মার্কেটের সামনে ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন একথা বলেন।

তিনি বলেন, মহানগরীর পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে একটু সচেতনতায় যথেষ্ট। গৃহস্থালীর উচ্ছিষ্ট আবর্জনা নিদিষ্ট স্থানে জমা করবেন তা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা বাড়ী বাড়ী সংগ্রহ করে নিবে। আর দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের ময়লাগুলো ডাস্টবিনে জমা করে রাখবেন। আমাদের কর্মীরা তা সংগ্রহ করে নিবেন। দিনের বেলার পরিচ্ছন কার্যক্রম বহুদিনের পুরনো অভ্যাস পরিবর্তন করে রাত্রীকালীন বর্জ্য অপসারণ কার্যক্রম প্রবর্তণ করা হয়েছে। তার সুফল ভোগ করেছেন নগরবাসী। রাজশাহী সিটি কর্পোরেশন পরিবেশ পদক অর্জন করেছি। আমরা নিজ নিজ অবস্থান থেকে ঈমানী দায়িত্ব মনে করে মহানগরীকে পরিচ্ছন্ন রাখবো। এর আগে সাহেব বাজার মড় মসজিদ এলাকায় ‘প্রতিকী ঝাড়–’পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র ও কাউন্সিলরবৃন্দ।

রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে রাজশাহী চেম্বারের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মোসাঃ তাহেরা খাতুন মিলি ও অন্যান্য কাউন্সিলর, ভাষাসৈনিক মোশারফ হোসেন আখুঞ্জি, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ফরিদ মামুদ হাসান, চেম্বারের নেতৃবৃন্দের মধ্যে মাসুদুর রহমান রিংকু, আতিকুর রহমান কালু, গোলাম সারোয়ার স্বপন প্রমূখ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *