রাজশাহীতে তোমার কীর্তি তোমাকে করেছে মহান শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

রাজশাহী

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর রক্তবন্ধু, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনা এঁর ৯৯তম জন্মবার্ষিকী  । শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে রোবাবর (২৬ জুন) বিকাল সাড়ে  ৪টায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান মিলানায়তনে “তোমার কীর্তি তোমাকে করেছে মহান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। মূখ্য আলোচক ছিলেন প্রখ্যাত ইতিহাসবিদ, বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক ও বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন, আলোচক ছিলেন বাংলাদেশ

আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপদেষ্টামন্ডলির সদস্য ও কবিকুঞ্জ, রাজশাহীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরিফুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য এ্যাড. মোজাফফর হোসেন, উপদেষ্টামন্ডলীর সদস্য কবি আরিফুল হক কুমার। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী। আলোচনা সভায় মূখ্য আলোচক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনা এঁর ৯৯তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় আমন্ত্রন পাওয়ায় সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। রাজশাহীর কীর্তিমান সন্তান শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনা। তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও জনগণের প্রতি ভালোবাসার যে গভীরতা তা অতুলনীয়। তিনি সহজ সরল ও হাস্যোজ্জ্বল একজন মানুষ হিসেবে তৃণমূলের নেতাকর্মীদের খোঁজ খবর রাখতেন। তাঁর রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁকে মহান করে রেখেছে। যতদিন বাংলাদেশ
থাকবে, থাকবে এই জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, ততদিনই বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতাকে বাঙালি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

তিনি আরো বলেন, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনা নানান ষড়যন্ত্রের মধ্যে দিয়েও মুক্তিযুদ্ধ কালীন সরকারের স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে অত্যন্ত বিচক্ষণতার সাথে সরকারকে সার্বিক সহযোগিতা করে মুক্তিযুদ্ধের গতি
তরান্বিত করতে প্রজ্ঞার পরিচয় দেন। স্বাধীনতা উত্তর সময়ে ভঙ্গুর বাংলাদেশের পুনর্গঠনে যে অবদান রেখেছিলেন জাতি তা শ্রদ্ধার সঙ্গে
স্মরণ করবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সপরিবারকে হত্যা করার পর দেশে যখন এক অরাজক অবস্থার সৃষ্টি হয়, তখন তিনি বেইমান মুস্তাকের মন্ত্রীত্বের প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, “আমি বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না। বঙ্গবন্ধু হীন বাংলায় আমার বেঁচে থাকার কোন ইচ্ছা নেই।” ফলে ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারা অভ্যন্তরে ঘাতকের নির্মম বুলেটে জীবন দিয়ে প্রমান করে গেছেন, তিনি বেইমান ছিলেন না।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, মাহ্ফুজুল আলম লোটন, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, আতিকুর রহমান কালু, আব্দুস সালাম, মজিবুর রহমান, মোখলেশুর রহমান কচি, আশীষ তরু দে সরকার অর্পণ, থানা আওয়ামী লীগের মধ্যে বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণসম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, নগর যুব মহিলা

লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম,
সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।

স্ব.বা/

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *