বিইআই প্রকল্পের গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে তথ্যপ্রযুক্তির ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

রাজশাহী সারাদেশ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট প্রকল্পের আয়োজনে গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে তথ্যপ্রযুক্তির ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল ১১ টায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটনের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে আলোচনা করেন । সেই সাথে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাবলীলভাবে গণতন্ত্র গড়ে তোলার কথা ব্যক্ত করেন।

ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকতে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের নীতি ও নৈতিকতাবোধ জাগ্রত এবং ফেসবুকের নেতিবাচক দিক বর্জন করার কথা বলেন তারা।

ফেসবুক মাধ্যমে শেয়ার করা ছবি, ভিডিও, মতামত ইত্যাদির ওপর মন্তব্য করা গেলেও শালীনতা, শিষ্টাচারমূলক মন্তব্য করার কথা বলেন তারা। যাতে কারও মানসম্মানের হানি না ঘটে। ।

উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ কেন্দ্রের ইডি আজিজুর রহমান, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের উপ-পরিচালক আশীষ বণিক, সহকারী পরিচালক মিস নিপা রাণী, সিনিয়র গবেষণা ককর্মকর্তা
নুরুজ্জামান।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *