রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সায়েন্টেফিক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী শিক্ষা

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজনে ইন্টেগ্রেটেড টিচিং এন্ড প্রসিডিউর অফ ইভ্যালিউশন অফ অ্যানসার স্ক্রিপ্ট শীর্ষক সায়েন্টেফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) সকাল ৮টায় রাজশাহী মেডিকেল কলেজের কনফারেন্স হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ, জেড, এম মোস্তাক হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন রামেবি’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, রামেবি’র প্রিভেন্টিভ এন্ড শোশ্যাল মেডিসিন এর ডিন অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক,  রামেবি’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. আনোয়ারুল কাদের, রামেবি’র কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, রামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী, রামেক সহ রাজশাহীস্থ রামেবি অধিভুক্ত প্রতিষ্ঠান এর শিক্ষকবৃন্দ।

রামেবি’র মাননীয় উপাচার্য বলেন এধরণের সেমিনার নিয়মিত হলে রামেবির অধিভুক্ত প্রতিষ্ঠান সমূহের বিভিন্ন একাডেমিক সমস্যা নিরসন করা সহজতর হবে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সকলকে চিকিৎসা বিজ্ঞানে গবেষণার প্রতি গুরুত্তারোপ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

সেমিনার এ পরীক্ষার খাতা মূল্যায়ন প্রক্রিয়া, এবং কোডিং-ডিকোডিং সংক্রান্ত বিভিন্ন বিষয় সহ বিভিন্ন বিষয়ে বিস্তর আলোচনা হয়।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *