ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি’২০২২ উপলক্ষে বাঘায় উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী

বাঘা  প্রতিনিধি : ছবিসহ ভোটার হালনাগাদ কর্মসূচি’২০২২ উপলক্ষে বাঘায় উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিস এর আয়োজন করে।

উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে ছবিসহ হাল নাগাদ ভোটার হওয়ার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস ও বাঘা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা মোজাহার হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপাধ্যক্ষ ওয়াহেদ সাদিক কবির, আড়ানী পৌর সভার প্যানেল মেয়র কার্তিক হালদার,পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, আড়ানি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক,চকরাজাপুর ইউপি চেয়ারম্যান ডিএম বাবলু মনোয়ার,শিক্ষা অফিসার , বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান ।

সভায় উপজেলা নির্বাচন অফিসার মজিবুল আলম বলেন, বাঘায় ১ লক্ষ ৫৭ হাজার ভোটার রয়েছে। আমরা ৪৭ টি তথ্য উপাথ্য সংগ্রহের মাধ্যমে ছবি সহ হাল নাগাদ ভোটার তালিকা কার্যক্রম শুর করবো। আগামি ১৮ অক্টবার থেকে ২৯ নভেম্বর পর্যন্ত (১৮ বছর বয়স্ক) নতুন ভোটার তালিকা সংগ্রহের কার্যক্রম অব্যাহত থাকবে। এ জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সভা করে বিষযটি সকলকে অবগত করানো-সহ ইসলামিক ফাউন্ডেশন এর মাধ্যমে প্রতিটি মসজিদে জুম্বাবার এ বিষয়ে মুসল্লিদের অবগত করা হবে। এ ছাড়াও এ বিষয়ে প্রতিটি এলাকায় মাইকিং এর ব্যবস্থা করা হবে।

স্ব.বা/ রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *