গাজীপুরে বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে শ্রমিক নিহত

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: গাজীপুরে নির্মাণাধীন বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার পড়ে জিয়াউর রহমান (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (১৫ জুলাই) বিকেল চান্দনা চৌরাস্তা এলাকার চৌধুরী অ্যান্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জিয়াউর রহমান ময়মনসিংহের ধোবাউড়া থানার মধ্য শালকুন গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

 

গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের কাজ করার সময় গাড়িতে করে লানচিং গার্ডার নিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে গাড়িটি কাত হলে শ্রমিকদের ওপর পড়ে গার্ডারটি। এতে ঘটনাস্থলে এক শ্রমিক মারা যান ও বাকি দুজন আহত হন। আহতদের গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্ব.বা/ রু

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *