স্বপ্রেসিডেন্ট পদে লড়ছেন না শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতা সাজিথ

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক ঃ আগামীকাল বুধবার (২০ জুলাই) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে নির্বাচন হওয়ার কথা। এর আগেই জানা গেলো প্রেসিডেন্ট পদে লড়ছেন না শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। যদিও জানা গিয়েছিল তিনি লড়াইয়ের মাঠে এগিয়ে ছিলেন।

শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে থাকা প্রার্থী সাবেক সাংবাদিক ৬৩ বছর বয়সী দুল্লাস আলাহাপেরুমাকে সমর্থন দিয়েছেন তিনি।

অপেক্ষাকৃত কম পরিচিত হলেও ক্ষমতাসীন এসএলপিপির জ্যেষ্ঠ এ আইনপ্রণেতা সব হিসাবনিকাশ উল্টে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। জানা গেছে, এরই মধ্যে তিনি তার দলের সহকর্মীদের একটি অংশের মধ্যমণি হয়ে উঠেছেন।

প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত প্রার্থী বাছাইয়ের জন্য পার্লামেন্ট অধিবেশন বসে মঙ্গলবার (১৯ জুলাই)। সেখানেই প্রেমাদাসা তার সিদ্ধান্তের কথা জানান।

এর আগে তিনি টুইটারে বিষয়টি জানিয়ে দেন। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। আমাদের জোট এবং আমাদের বিরোধী অংশীদাররা দুল্লাসকে বিজয়ী করার জন্য কঠোর পরিশ্রম করবে’।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেও এই পদের জন্য লড়বেন।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *