দলে নেই রিয়াদ, অধিনায়ক সোহান

খেলাধুলা

স্বদেশ বাণী ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করার দায়িত্ব দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে।

আর দলের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাছাড়া সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না।

শুক্রবার দল নিয়ে গুলশানের এক হোটেলে বৈঠকের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়গুলো নিশ্চিত করেন বিসিবির পরিচালক জালাল ইউনুস।

টি-টোয়েন্টিতে দলের অব্যহত বাজে পারফরমেন্সের কারণে মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব ও দলের জায়গা নিয়ে প্রশ্ন ওঠে।

বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের ভরাডুবির পর রিয়াদকে দল থেকে বাদ বা বিশ্রাম দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল।

উইন্ডিজ থেকে দেশে ফেরার পর তার সঙ্গে প্রথম দফায় বৃহস্পতিবার আলোচনায় বসেন নির্বাচক ও বোর্ড কর্তারা। শুক্রবার দ্বিতীয় দফায় আলোচনায় বসে বিসিবি সিদ্ধান্ত নেয় যে আপাতত রিয়াদকে বিশ্রামে রাখা হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই দলের নেতৃত্ব দেবেন কিনা সে সিদ্ধান্ত হবে পরে।

অন্যদিকে সিনিয়র ক্রিকেটার সাকিব ও মুশফিককে এমনিতেই বিশ্রাম দেওয়া হয়েছে।

স্ব.বা/ রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *