নওগাঁর মান্দায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খেলাধুলা রাজশাহী লীড

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার বিকেল ৪ টায় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় ভারশোঁ ইউনিয়ন পরিষদ ফুটবল একাদ্বশ এবং গনেশপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদ্বশ প্রতিদ্বন্দ্বিতা করে।

খেলায় ভারশোঁ ইউনিয়ন পরিষদ ফুটবল একাদ্বশ ১-০ গোলে গনেশপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদ্বশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এসএম হাবিবুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক (এমপি)।

অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, মান্দা উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন এবং মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ,ফ,ম আছফানুল আরেফিন,পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, আনসার-ভিডিপি কর্মকর্তা শরীফ, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কামরুজ্জামান সরদার, গোটগাড়ী শহীদ মামুন সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারি প্রধান শিক্ষক অনুপ কুমার মহন্ত, কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম প্রমুখ।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন, নাজমুল হক টুটুল এবং এমদাদুল হক রনি। খেলা পরিচালনা করেন, রেফ্ররী গোলাম হোসেন। সহকারী রেফ্ররীর দায়িত্বে ছিলেন,গোলাম মোস্তফা এবং নয়ন কুমার চৌধুরী।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *