বাঘায় শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন উদ্বোধন

রাজশাহী

বাঘা প্রতিনিধি: জ্ঞান অর্জনের স্থান শিক্ষাপ্রতিষ্ঠান। দক্ষ হাতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে।

শনিবার (৩০ জুলাই) দিনব্যাপী কেশবপুর স্কুল অ্যান্ড কলেজ, জোতকাদিপুর মাদ্রাসা, খানপুর জেপি স্কুলের পৃথকভাবে একাডেমিক ভবন এবং কিশোরপুর শেখপাড়া জামে মসজিদ নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সুন্দর পরিবেশে শিক্ষা বিস্তারের জন্য পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণ, ডিজিটাল ল্যাব, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান, বিনামূল্যে বই বিতরণ, শিক্ষা সহায়ক, উপবৃত্তি ব্যবস্থা করা হয়েছে। দক্ষ শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া হলে শিক্ষার মান আরও উন্নয়ন হবে।

একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রাজশাহী শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমের আলী দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, কেশবপুর স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ কামরুজ্জামান, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান, জোতকাদিরপুর দাখিল মাদ্রসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, মাদ্রাসার সুপার রাফিয়া সুলতানা প্রমুখ।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *