ব্যক্তিগত সেরা টাইমিং করেও বাদ সুমাইয়া

খেলাধুলা

স্বদেশবাণী ডেস্ক :দেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের পর দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ানও কমনওয়েলথ গেমসের ১০০ মিটার স্প্রিন্টের হিট থেকে বাদ পড়েছেন। বাদ পড়লেও সুমাইয়া দেওয়ান নিজের সেরা টাইমিং করেছেন।

তিন নম্বর হিটে সাত জনের মধ্যে সপ্তম হয়েছেন সুমাইয়া। সময় নিয়েছেন ১২.৪২ সেকেন্ড। ২১ জন প্রতিযোগীর মধ্যে ১৯তম হয়ে গেমস শেষ করলেন সুমাইয়া। শীর্ষে থাকা নাইজেরিয়ার গ্রেস নওকোয়াচার চেয়ে সুমাইয়া বেশি সময় নিয়েছেন ১.৪৩ সেকেন্ড।

সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলে আসিফ রেজা হয়েছেন ৪৪তম। স্যান্ডওয়েল অ্যাকুয়াটিক সেন্টারে আট প্রতিযোগীর মধ্যে সবার শেষে সাঁতার শেষ করেন বাংলাদেশের আসিফ রেজা। তিনি সময় নিয়েছেন ২৪.৬৭ সেকেন্ড। ৭১ সাঁতারুর মধ্যে ৪৪তম হয়েছেন আসিফ।

ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে নবম হয়েছেন বাংলাদেশের কাজী মনিরা। স্ন্যাচে মনিরা প্রথম প্রচেষ্টায় তুলেছেন ৭৫ কেজি, এরপর দুইবার ৭৮ কেজি তুলতে তিনি ব্যর্থ হয়েছেন।

ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ৯৫ কেজি তুলতে ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় তুলেছেন, এরপর ৯৮ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হয়েছেন মনিরা। মোট ১৭০ কেজি ওজন তুলে ১১ জনের ভেতর নবম হয়েছেন তিনি।

বাকি দুই প্রতিযোগী স্ন্যাচে ওজন তুলতে পারলেও ক্লিন অ্যান্ড জার্কে কোনো প্রচেষ্টাতেই সফল হতে পারেননি।

স্ব.ব/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *