কেশবপুর উপজেলায় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ দেওয়ার দাবী সাংবাদিক সাঈদের

জাতীয়

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলায় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ দেওয়ার দাবী করেছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ।

জানাগেছে, কেশবপুর বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বৃষ্টি, বাতাস, গরম এমনকি আকাশে বিদ্যুৎ চমকালেও বিদ্যুৎ বন্ধ রাখা হয়। কারণে-অকারণেও বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে। যার ফলে জন-জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিদ্যুতের অভাবে ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার মারাত্বক বিঘ্ন ঘটছে।

ঘন ঘন অফ-অন করার কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষুদ্র কুটির শিল্প, প্রিন্টিং প্রেস, ওয়েলডিং কারখানা-সহ বিদ্যুৎ সংশিষ্ট কাজে জড়িতদের দারুন সমস্যায় পড়তে হচ্ছে। বৈদ্যুতিক সমস্যায় কম্পিউটার ব্যাবহারকারীরা তাদের দৈন্দিন কাজ সারতে পারছে না। সর্বপরি ভ্যাবসা গরমে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে।

এব্যাপারে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ জানান, কেশবপুরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিদ্যুৎ সমস্যা। বর্তমানে কেশবপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ ব্যবস্থা একে বারেই ভেঙ্গে পড়েছে। শিক্ষার্থীদের লেখা-পড়ার দারুন ক্ষতি হচ্ছে।

বিদ্যুৎ সংশ্লিষ্ট সকল কাজে স্থবরিতা দেখা দিয়েছে। এই অবস্থা থেকে উত্তোরণের দরকার। তিনি কেশবপুর উপজেলায় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *