রাজশাহীতে পালিত হচ্ছে পবিত্র আশুরা

রাজশাহী

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আহলে বায়াতের প্রেমে মশগুল হয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা। পবিত্র আশুরা উপলক্ষ্যে মঙ্গলবার (৯ আগস্ট) মঙ্গলবার সকাল ৯ টার দিকে নগরীর শিরইল কলোনী থেকে পবিত্র মহরম আশুরা উদযাপন কমিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

তারা জানান, ১০ মহররম পবিত্র আশুরা মাওলা ইমাম হুসাইন (আ.) সহ ৭২ জন শহীদ স্মরণে শোকের স্মরণে র‌্যালি বের করছি। র‌্যালিটি নগরীর রেলগেট শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বর হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হবে।

এছাড়াও বিশ্ববাংলা ফাউন্ডেশন ও বাংলাদেশ আহলে বাইত ফাউন্ডেশনের ব্যানারে শোক মিছিল,পথসভা, মোনাজাত ও চলচ্চিত্র প্রদর্শনী করে।

অপরদিকে এর মধ্যে সকালে নগরীর উপশহর ও নগরীর বিভিন্ন এলাকা থেকে একটি তাজিয়া মিছিল বের করার খবর পাওয়া গেছে।

দুপুরের পর সংগঠনগুলো মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা শেষ হবে।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *