বাঘায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধর্ম রাজশাহী

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম জন্মতিথি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৯ আগষ্ট) সকালে বর্নাঢ্য একটি র‌্যালি নারায়নপুর সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দির থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা পরিষদের নারি ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, বাঘা পেরৈ সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু,পৌর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেন, মহিলা আ’লীগের নেত্রী রিক্তা বেগম,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর বাঘা শাখার সভাপতি সুজিত কুমার (বাকু) পান্ডে,সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা, নারায়নপুর সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরে সভাপতি মনীমোহন পান্ডে, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদের নেতাসহ সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ।

পরে মন্দির প্রাঙ্গণে সুজিত কুমার (বাকু) পান্ডের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন. আশরাফুল ইসলাম বাবুল, সিরাজুল ইসলাম মন্টু, অপূর্ব কুমার সাহা প্রমুখ।
আলোচনা সভায় অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, সা¤প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ ধর্মের রীতিনীতি মেনে চলতে হবে। এছাড়াও মাদকের অপব্যবহার রোধ সহ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হতে হবে। আশরাফুল ইসলাম বাবুল বলেন, যার যার ধর্ম তারা নির্বিঘ্নে পালন করবে। বর্তমান সরকার সব সময় পাশে রয়েছে।
অনুষ্ঠানে যোগদান দিয়ে সফলভাবে সম্পন্ন করার জন্য কৃতজ্ঞতা জানান মন্দির কমিটির নেতৃবৃন্দ । নারায়নপুর সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দির কমিটি ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজকরা জানান, আলোচনা সভা শেষে ৪ শ’জনের মধ্যে চা’ল ও প্রায় ২/৩ হাজার নর-নারীর মধ্যে প্রসাদ বিতরন করা হয়েছে।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *