রাজশাহীতে প্রথম জাহানারা জামান স্মৃতি বাস্কেটবল টুর্নামেন্ট শুরু বুধবার : জানালেন আ.লী নেতা ডাবলু সরকার

খেলাধুলা রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এই প্রথম দুই দিনব্যাপী জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সহধর্মিনী ও রাসিক মেয়য় এএইচএম খায়রুজ্জামান লিটনের মাতা জাহানারা জামান স্মৃতি বাস্কেটবল টুর্নামেন্ট শুরু হবে।

আগামী বুধবার (১৮-১৯ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম দুই দিনব্যাপী জাহানারা জামান স্মৃতি বাস্কেটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

আজ সোমবার সকালে জেলা মুক্তিযুদ্ধ স্টেডিয়ামের সভা কক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ ডাবলু সরকার।

তিনি জানান, রাজশাহীর মহিয়োসী নারী যিনি জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সহধর্মিনী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়য় এএইচএম খায়রুজ্জামান লিটনের মাতা জাহানারা জামানের নামে এই প্রথম দুই দিনব্যাপী জাহানারা জামান স্মৃতি বাস্কেটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।

আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই টুর্নামেন্ট উদ্বোধন হবে। টুর্নামেন্ট চলবে দুই দিন ব্যাপী বুধবার ও বৃহস্পতিবার।

আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি লিয়াকত আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রফিউস সামস প্যাডী, যুগ্ম-সম্পাদক (প্রশাসন) খায়রুল আলম ফরহাদসহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *