পদ্মা সেতুতে যানজট, নেমে ছবি-সেলফি তুললেন যাত্রীরা

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: পদ্মা সেতুতে সাময়িক যানজট হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) সকালে কয়েক মিনিটের মতো গাড়িগুলো থেমে ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হয়। যানজট চলাকালীন কেউ কেউ ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, পদ্মা সেতুর ওপর বাস, পিকআপ ও ব্যক্তিগত গাড়ির লম্বা সারি। গাড়ির যাত্রীরা সেতুতে নেমে ছবি ও সেলফি তুলছেন। কেউ কেউ আবার ভিডিও করছেন।

এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির  বলেন, ‘পদ্মা সেতুর ওপরে অ্যালুমিনিয়াম রেলিং পোস্টের নিচে গ্রাউন্ডের কাজ চলছে। পাশাপাশি সেতুর নাট-বল্টু টাইট দেওয়া হচ্ছে। শ্রমিকরা যেন সেফটি পজিশনে নির্বিঘ্নে কাজ করতে পারেন সেনজ্য সেতুর ওপর প্লাস্টিকের রোড ব্যারিয়ার দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘আজ সকালে রোড ব্যারিয়ার লাগিয়ে কাজ করার সময় সেতুর ওপর ২-৩ মিনিট গাড়িগুলো থেমে ছিল। অন্য কোনো কারণ নেই। একাজ আরও দুদিন চলবে।’

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল ম্যানেজার কামাল হোসেন বলেন, ‘২৭ থেকে ৩২ নম্বর পিলার পর্যন্ত সেতুর ওপর রোড ব্যারিয়ার লাগিয়ে কাজ করা হয়। তখন সাময়িক যানজটের সৃষ্টি হয়।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *