রাজধানীতে ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: রাজধানীর বংশাল থানার বঙ্গবাজার ফায়ার সার্ভিস স্টেশনের পাশে বাংলাদেশ ভেটেনারি কাউন্সিলের তিনতলা থেকে নিচে পড়ে মো. শরিফুল ইসলাম মণ্ডল(৪০) নামের এক নিরাপত্তাকর্মী মারা গেছেনে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে শুক্রবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে ১০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফুল।

শরিফুল বগুড়া জেলার শিবগঞ্জ থানার দেওরি গ্রামের মো. বাকি মণ্ডলের ছেলে। তিনি বংশালের আলাউদ্দিন সড়কের ১৫৪/১ নম্বর বাসায় থাকতেন। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

শরিফুলকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. সাইফুল ইসলাম বলেন, শরিফুল বাংলাদেশ ভেটেনারি কাউন্সিলের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দরকারি কাজে ওই ভবনের তিনতলায় যান তিনি। পরে অসাবধানতাবশত সেখান থেকে নিচে টিনের ওপরে সে পড়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতনদের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার কর্মকর্তাকে জানানো হয়েছে।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *