বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার পর নড়াইলকে সুন্দর ও আধুনিক করে গড়ার ইচ্ছা ব্যক্ত করেছেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রোববার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম নেন মাশরাফি।
পরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘নৌকার বিজয় নিশ্চিত করে নড়াইলকে সুন্দর ও আধুনিক করে সাজাতে চাই।’আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও ডা. দীপু মনিসহ মাশরাফির ভক্তরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার আগে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নেন মাশরাফি।
এর আগে শনিবারই আওয়ামী লীগের হয়ে মাশরাফির মনোনয়ন ফরম কেনার বিষয়টি জানা যায়। সেদিন মাশরাফির পাশাপাশি আরেক ক্রিকেট তারকা সাকিব আল হাসানেরও আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কেনার কথা শোনা যায়। তবে রাতে সাকিব মনোনয়ন ফরম না কেনার বিষয়টি নিশ্চিত করেন।