চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার 

রাজশাহী

প্রেস বিজ্ঞপ্তি : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ১০৮ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ রুহুল আমিন (৪৯) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। রবিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় নয়ালাভাঙ্গা ইউনিয়নের নামোচন্ডিপুর গ্রামের গাবতলার মোড় থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

রুহুল আমিন  ঐ থানাধীন ঢোরবনা এলাকার মৃত ফুটু মন্ডলের ছেলে।

রাজশাহী  সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫ সূত্র জানায়, রাজশাহীর একটি অপারেশন দল ঐ দিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নামোচন্ডিপুর গ্রামের একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০৮ বোতল ফেন্সিডিল, ১ টি মোবাইল ফোন, ১ টি সীমকার্ডসহ আসামী রুহুল আমিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।

উল্লিখিত জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে সে নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করছে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *