লাভ হচ্ছে না, তবুও হাতপাখা নিয়ে বসে থাকে রহফতউল্ল্যা

অন্যান্য কৃষি

খালেদ খুররম পারভেজ : অসহ্য গরম আর লোডশেডিংয়ের চরম ভোগান্তিতে আজকাল জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। এদিকে সংসার চালাতে ও গরমে চাহিদা মেটাতে হাতপাখা বিক্রি করছেন রহফতুল্ল্যাহ।

রহফতউল্ল্যা একজন হাতপাখা বিক্রয়কারী । তাঁর বয়স ৬০ বছর । তাঁর দুই মেয়ে এক ছেলে ।মেয়েদের বিয়ে দিয়েছেন তারা শশুর বাড়িতে থাকেন। ছেলে পড়াশোনা করছে।

রহফতউল্ল্যা প্রতিদিন সকালে এসে হাতপাখা নিয়ে বসে থাকে রাস্তার ধারে । হাতে থাকে তালপাতার হাতপাখা । সেটি নিজে ঘোরাতে ঘোরাতে বাতাস করতে থাকে আর ক্রেতা খোঁজতে থাকেন।

এভাবে প্রতিদিন ব্যাগে করে ৪০-৫০ টি হাতপাখা নিয়ে আসে বিক্রয় করার জন্য । প্রতিদিন ১৫ থেকে ২০ টি পাখা বিক্রয় হয়। প্রতিটির দাম ৭০-৮০ টাকা ।

বিক্রয়কারী রহফতউল্ল্যা হতাশাচিত্তে বলেন,যে টাকা দিয়ে পাইকারের কাছ থেকে কিনে আনি তাতে গত বছরের গরমের সময় যে লাভ হতো এখন দাম বেশি হলেও লাভ হয় কম।

তারপরেও জীবনের তাগিদে হাতপাখা বেঁচে যা আয় হয় তাই নিয়ে চলতে হয়। এভাবে আর কতদিন এই ব্যবসা করতে পারবো জানি না। সামনে শীত চলে আসছে তখন এই ব্যবসা পুরোপুরি বন্ধ থাকবে। তখন আমার আবার অন্য কিছু করে দিন চালাতে হবে।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *