চীন আক্রমণ করলে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র: বাইডেন

আন্তর্জাতিক লীড

স্বদেশ বাণী ডেস্ক: চীন হামলা চালালে মার্কিন বাহিনী তাইওয়ানকে রক্ষা করবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে। সিবিএস সিক্সটি মিনিটসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাইওয়ানের ওপর অপ্রত্যাশিত হামলা হলে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে। ইউক্রেনের মতো তাইওয়ানের পাশে যুক্তরাষ্ট্র থাকবে কি না এমন প্রশ্নের উত্তরে বাইডেন বলেন ‘হ্যাঁ’। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতিরি পরিবর্তন হবে না।

তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র এ বিষয়ে কৌশলগত অবস্থান নিয়েছে। বিভিন্ন সময়ই এ বিষয়ে কড়া মন্তব‌্য করলেও এখন পর্যন্ত এটিই জো বাইডেনের সবচেয়ে স্পষ্ট বক্তব্য। যা বেইজিংকে ক্ষুব্ধ করবে বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, তাইওয়ানের প্রতি মার্কিন নীতি পরিবর্তন হয়নি।

তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে বিবেচনা করে আসছে চীন। প্রয়োজনে স্বশাসিত তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে সামরিক শক্তি প্রয়োগ করা হবে বলে একাধিকবার হুমকি দিয়েছে বেইজিং।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *