দক্ষিণ এশিয়ার প্রথম শিরোপা জিতল বাংলাদেশ

খেলাধুলা লীড

স্পোর্টস ডেস্ক: ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালকে তাদের ঘরের মাঠে হারিয়ে দক্ষিণ এশিয়ার প্রথম শিরোপা জিতল বাংলাদেশ।

দলের জয়ে জোড়া গোল করেন কৃষ্ণা রানি সরকার। বদলি হিসেবে নেমে ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন শামসুন্নাহার জুনিয়র।

সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনালে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপার উল্লাসে মাতে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটি। গোলাম রব্বানি ছোটনের শিষ্যদের এমন নৈপুণ্যে গোটা দেশ আনন্দে মাতছে।

এর আগে ২০১৬ সালে ভারতের বিপক্ষে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করে বাংলাদেশ।

অতীতের পাঁচ আসরে একক আধিপত্য বিস্তার করে শিরোপা নিজেদের করে নেয় ভারত। এবার সেই ভারতকে সেমিফাইনালের আগেই বিদায় করে দেয় বাংলাদেশ।

ভারতের বিদায়ে এবার বাংলাদেশের মেয়েদের মাধ্যমে নতুন চ্যাম্পিয়নের দেখা পেল দক্ষিণ এশিয়া অঞ্চলের ফুটবল আসরটি।

এবারের সাফে পাঁচ ম্যাচ খেলে সবটিতে জিতে বাংলাদেশ। নেপালের বিপক্ষে অতীতের ৮ দেখায় বাংলাদেশ হারে ৬ ম্যাচে, বাকি দুই ম্যাচ ড্র হয়।

১৯৯৯ সালে এই নেপালেই প্রথমবার দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল বাংলাদেশ পুরুষ ফুটবল দল; ২২ বছর পর সেই নেপালেই সেরা হলেন মেয়েরা।

সেমিফাইনালে অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে ভুটানকে হারায় বাংলাদেশ।

সেমিফাইনালে ওঠার পথে বাংলাদেশের মেয়েরা ভারতকে ৩-০, পাকিস্তানকে ৬-০, মালদ্বীপকে ৩-০ গোলে হারায়।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *