প্রবাসীদের ‘বিমা ব্যবস্থা’ সচল রাখার সুপারিশ

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপদ জীবনের কথা চিন্তা করে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিমা ব্যবস্থা সচল রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন, মৃণাল কান্তি দাস, বেগম আয়েশা ফেরদাউস, পঙ্কজ নাথ, মো. সাদেক খান এবং মো. ইকবাল হোসেন।

বৈঠকে বিশ্বে বাংলাদেশ দূতাবাসসমূহের শ্রমকল্যাণ উইং’র পরিসর বৃদ্ধি ও গতিশীলতা আনয়ন; গ্রিস, রোমানিয়াসহ নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং কর্মী পাঠাতে শ্রমবাজারের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া মালয়েশিয়াসহ অন্যান্য দেশে কম খরচে অধিক সংখ্যক জনবল বিদেশে গমনের সুযোগ সৃষ্টি করে রেমিট্যান্স প্রবাহ ধরে রাখার জন্য বৈধ পথে কার্ব মার্কেট ও ব্যাংকের এক্সচেঞ্জ রেটের ব্যবধান কমানোর উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়।

স্ব.বা/রু

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *