স্বামী ‘ভরণপোষণ না দেওয়ায়’ গৃহবধূর আত্মহত্যা

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে স্বামী ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে রিমা খাতুন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার উপজেলার জোনাইল ইউনিয়নের মানইর গ্রামে এ ঘটনা ঘটে। রিমা খাতুন ওই গ্রামের আসমত আলীর মেয়ে ও রয়না ফিলিং স্টেশন এলাকার সাহাবুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।

জোনাইল ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য রতন আলী জানান, প্রায় তিন বছর আগে সাহাবুল ইসলামের সঙ্গে রিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে রিমা বাবার বাড়িতেই থাকতেন। তাদের দেড় বছরের একটি সন্তান রয়েছে। প্রায় ছয় মাস ধরে স্ত্রী ও সন্তানের কোনো খোঁজ নিতেন না সাহাবুল। ভরণ-পোষণও দিতেন না। ফলে তিনি চরম আর্থিক অনটনে ভুগছিলেন। এতে অভিমানে বৃহস্পতিবার সকালে তিনি বিষপান করেন। পরে স্বজনরা রিমাকে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পর রাতে তিনি মারা যান।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, নিহতের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় রাজশাহীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *