রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান মেলা শুরু 

রাজশাহী লীড শিক্ষা

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় বিজ্ঞান উৎসব শুরু হয়েছে । জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে বেলুন উড়িয়ে “আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা-২০২২” মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার (তাপু)।

রাবি সায়েন্স ক্লাবের সভাপতি আবিদ হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা অধ্যাপক ড. তারিকুল হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাকালীন সভাপতি জহুরুল ইসলাম মুনসহ ক্লাবের স্থায়ী কমিটির সদস্য, আজীবন সদস্যরা।

ফিয়েস্টার প্রথম দিনে থাকছে উদ্বোধনী পর্ব, সায়েন্স অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট শো কমপিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, ওয়াল ম্যাগাজিনসহ নানা আয়োজন। দ্বিতীয় দিনে থাকবে প্রজেক্ট শো কমপিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, ওয়াল ম্যাগাজিন, সায়েন্টিফিক স্পিচ কম্পিটিশন, রুবিক্স’স কিউব, পেইন্টিং কম্পিটিশন, তিন মিনিট থিসিস প্রেজেন্টেশন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব উদ্যোগে ষষ্ঠ বারের মতো এ উৎসবের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এ বিজ্ঞান মেলার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন রাজশাহী এবং রাজশাহীর বাইরের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় সহস্রাধিক শিক্ষার্থী।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *