গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধিতে দুই ব্যাংকের চুক্তি

অর্থনীতি রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার : গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গঠিত ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণের উদ্দেশ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে এক অংশগ্রহণমুলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের কন্ফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ.কে.এম সাজেদুর রহমান খান উপস্থিতিতে রাকাবের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক এবং বাংলাদেশ ব্যাংক, কৃষি ঋণ বিভাগের পরিচালক আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় বাংলাদেশ ব্যাংক, কৃষি ঋণ বিভাগের নির্বাহী পরিচালক আওলাদ হোসেন চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *